নিচের তথ্য থেকে বর্তমানে যে দ্বি-পাক্ষিক চুক্তিসমূহ কাতার সরকার স্বাক্ষর করেছেন তার একটি চিত্র পাওয়া যায়।

মরক্কো, ১৯৮১ আন্তর্জাতিক চুক্তি: এটি মরক্কোর শ্রমিকদের কাতারে নিয়োগ সংক্রান্ত একটি বিধান।

তিউনিশিয়া, ১৯৮১ আন্তর্জাতিক চুক্তি: এটি তিউনিশিয়ার শ্রমিকদের কাতারে নিয়োগ সংক্রান্ত একটি বিধান।

সুদান, ১৯৮১ আন্তর্জাতিক চুক্তি: এটি সুদানের শ্রমিকদের কাতারে নিয়োগ সংক্রান্ত একটি বিধান।

সোমালিয়া, ১৯৮৩ আন্তর্জাতিক চুক্তি: এটি সোমালিয়ার শ্রমিকদের কাতারে নিয়োগ সংক্রান্ত একটি বিধান।

ভারত, ১৯৮৫ আন্তর্জাতিক চুক্তি: এটি কাতার ও ভারতের জনশক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়োগ সংক্রান্ত একটি বিধান।

ফিলিপাইন, ১৯৯৭ আন্তর্জাতিক চুক্তি: এটি ফিলিপাইনের জনশক্তি প্রতিষ্ঠানগুলোর কাতারে নিয়োগ সংক্রান্ত একটি বিধান।

সিরিয়া আরব প্রজাতন্ত্র, ২০০৯ আন্তর্জাতিক চুক্তি: এই অতিরিক্ত প্রোটকল (চুক্তি) অনুযায়ী কাতার সরকার যেকোনো সময় সংশ্লিষ্ট শ্রমিকের আচরণ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হলে তাকে ফেরত পাঠানোর অধিকার রাখে।

সিরিয়া আরব প্রজাতন্ত্র, ২০০৮ আন্তর্জাতিক চুক্তি: এই সমঝোতা চুক্তি অনুযায়ী দুই দেশ বিভিন্ন অভিজ্ঞতা, তথ্য ও গবেষণা বিনিময় করে থাকে। যেমন: ১. শ্রম তদন্ত; ২. সুরক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত; ৩. শ্রম সম্পর্ক ইত্যাদি।

সুদান, ২০১১ আন্তর্জাতিক চুক্তি: এই অতিরিক্ত প্রোটকল (চুক্তি) কাতার ও সুদানের শ্রমিকদের অভিবাসন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ন্ত্রণ করে। কাতার সরকার যেকোনো সময় শ্রমিকদের আচরণ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হলে তাকে ফেরত পাঠানোর অধিকার রাখে।

মেসোডোনিয়া (পূর্বের যুগোস্লাভিয়া) ২০১১ আন্তর্জাতিক চুক্তি: এটি মেসোডোনিয়ার নাগরিকদের কাতারে নিয়োগের প্রক্রিয়া ও শর্তাবলী সম্পর্কিত চুক্তি।

গণপ্রজাতন্ত্রী চীন, ২০১১ আন্তর্জাতিক চুক্তি: চীনের শ্রমিক কাতারে কাজ করতে পারবে এই মর্মে দোহায় ২৩/০৬/২০০৮ তারিখে কনভেনশন (চুক্তি) স্বাক্ষরিত হয়।

নেপাল, ২০১২ আন্তর্জাতিক চুক্তি: নেপালের জনশক্তি নিয়োগ নীতিমালা সংক্রান্ত কনভেনশন (চুক্তি) দোহায় ২০/০১/২০০৮ তারিখে স্বাক্ষর করা হয়।

গাম্বিয়া, ২০১২ আন্তর্জাতিক চুক্তি: গাম্বিয়ার শ্রমিকদের কাতারে নিয়োগ নীতিমালা সংক্রান্ত কনভেনশন (চুক্তি) দোহায় ০৫/০৫/২০১০ তারিখে স্বাক্ষরিত হয়।

ইথিওপিয়া, ২০১৩ আন্তর্জাতিক চুক্তি: ইথিওপিয়ার শ্রমিক কাতারে কাজ করতে পারবে এই মর্মে কনভেনশন (চুক্তি) স্বাক্ষরিত হয় ।

আলবেনিয়া, ২০১৫ আন্তর্জাতিক চুক্তি: আলবেনিয়ার শ্রমিক কাতারে নিয়োগ সংক্রান্ত কনভেনশন (চুক্তি) স্বাক্ষরিত হয় ।