একটি ন্যায্য চাকরির চুক্তিপত্র স্বাক্ষর করুন!

এটি নিশ্চিত করা খুব প্রয়োজন যে আপনার চাকরির একটি চুক্তিপত্র আছে। যদি আপনি গৃহকর্মী হন তাহলে অক্টোবর ২০১৭ আদেশ অনুযায়ী একটি নির্দিষ্ট আদর্শ (স্ট্যান্ডার্ড) চুক্তিপত্র পেয়েছেন এটি নিশ্চিত করুন। চুক্তিপত্রে স্বাক্ষর করার আগে ভালোভাবে সতর্কতার সহিত এটি পড়ুন। চুক্তিপত্রটি না বুঝলে বা এর কোন অংশের সাথে একমত না হলে আপনি এতে স্বাক্ষর করবেন না। এটি নিয়ে আপনি আপনার চাকরিদাতার সাথে আলোচনা করুন। আপনাকে অবশ্যই চাকরির চুক্তিপত্রের একটি কপি আপনার সাথে রাখতে হবে। এটি মনে রাখা খুব প্রয়োজন যে, আপনার নামের বিপরীতে একটি বৈধ কাজের অনুমতিপত্র ইস্যু না হওয়া পর্যন্ত কোন কাজে যুক্ত হবেন না। চাকরির চুক্তিপত্রে উল্লেখিত মালিক বা চাকরিদাতা ছাড়া অন্য কোন মালিকের কাজ করা আপনার উচিত হবে না।

 

নিজে তথ্য জানুন!

বাহরাইন লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি (LMRA)- এর অনলাইন পোর্টাল থেকে আপনি দেশ ত্যাগের পূর্বেই অথবা বাহরাইনে পৌঁছানোর পরে বিদেশি শ্রমিকের কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। অভিবাসী শ্রমিকদের জন্য নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা করার নিমিত্তে কিছু নির্ধারিত মেডিক্যাল সেন্টার রয়েছে। এই পোর্টাল থেকে আপনি আরো যে তথ্যগুলো পাবেন তা হলো: "প্রবাসী পোর্টাল" যেখানে আপনি দেখতে পাবেন আপনার ওয়ার্ক পারমিটের (কাজের অনুমতির) মেয়াদ আছে কি না; "কাজে অনুপস্থিতির তালিকা" যেখানে আপনি দেখতে পাবেন কর্মস্থলে আপনি কতদিন অনুপস্থিত ছিলেন ইত্যাদি। আপনি এখানে বারোটি ভাষায় রচিত একটি তথ্য সহায়িকা পাবেন। আপনি ১৭৫০৬০৫৫ নাম্বারে ফোন দিয়ে বাহরাইন লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি (LMRA) থেকে যে কোন তথ্য জানতে পারবেন।

 

আপনার অভিযোগটি নথিভুক্ত করুন!

চাকরি বা নিয়োগ সংক্রান্ত যে কোন সমস্যার জন্য সবসময় গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট সরকারি ও ট্রেড ইউনিয়ন এর যোগাযোগ নম্বর সাথে রাখবেন।  আপনি চুক্তিপত্র ইস্যুর দুই বছর ৩০ দিন এর মধ্যে যে কোনো শ্রম অভিযোগ বাহরাইন লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি (LMRA) এর গ্রিভেন্স ইউনিট কাউন্টারে জানাতে পারবেন। যে কোনো ধরনের চুক্তিভঙ্গ (যেমন বেতন না দেয়া) হলে অবশ্যই  'শ্রম ও সামাজিক উন্নয়ন' মন্ত্রণালয়ে জানাবেন।

 

আপনার অধিকার সম্পর্কে জানুন!

বাহরাইনে অভিবাসী শ্রমিকের অধিকার ও শ্রম আইন সম্পর্কে আরো তথ্য জানুন। একজন অভিবাসী শ্রমিক সেখানে চাকরিদাতা পরিবর্তন করতে পারে। একটি চুক্তি শেষ হলে নতুন চাকরির খোঁজ করতে পারে। চুক্তিপত্র অনুযায়ী পূর্ণাঙ্গ বেতন পাবে। নিজের পাসপোর্ট নিজের কাছে (অধিকারে) রাখতে পারবে। যদি পাসপোর্টের নিরাপত্তা চিন্তা করে আপনি আপনার পাসপোর্ট মালিকের কাছে রাখেন তবে অবশ্যই একটি লিখিত সম্মতিপত্র রাখবেন।

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের জন্য নিচের লিংকগুলো দেখেন